News71.com
 Bangladesh
 16 Sep 17, 12:15 PM
 1040           
 0
 16 Sep 17, 12:15 PM

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, নিহত এক আহত ২০।।  

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, নিহত এক আহত ২০।।   

নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামে আজ শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিউল মোল্যা (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের খুদুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতা দেলু ফকিরের সাথে সাবেক ইউপি সদস্য ইলিয়াস মোল্যা গ্রুপের সংঘর্ষ হয়। এতে রবিউল মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরই জের ধরে সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ৩/৪টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান,যুবলীগ নেতা দেলু ফকিরের সাথে সাবেক মেম্বার ইলিয়াস মোল্যার বিরোধ চলছিল। সকাল ৮টার দিকে ইলিয়াস মোল্যার সমর্থক হিসাবে পরিচিত হাবিবুর রহমান হবি স্থানীয় একটি চায়ের দোকানে গেলে দেলু ফকিরের কয়েক সমর্থক তুচ্ছ ঘটনা নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এসময় হাবিবুর রহমান হবিকে লাঞ্ছিত করা হয়। বাবাকে লাঞ্ছিত করার খবর পেয়ে রবিউল মোল্যা ঘটনাস্থলে গেলে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।

হাসপাতালে নেবার পর রবিউল মারা যায়। রবিউল নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। সংঘর্ষের পাশাপাশি কয়েক বাড়িতে লুটপাটও চালানো হয়। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম নাসিম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন