News71.com
 Bangladesh
 05 Dec 17, 08:46 AM
 1290           
 0
 05 Dec 17, 08:46 AM

কেরানীগঞ্জ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার।।  

কেরানীগঞ্জ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ছোট মনহরিয়া এলাকার বিল থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। পরে কঙ্কালের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত ও ডিএনএ টেষ্টের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মো. ওবায়দুর রহমান জানান,আজ তারানগর ইউনিয়নের ছোট মনহরিয়া এলাকায় বিলের মাঝে কৃষকরা কাজ করতে গিয়ে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি তারা এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানিয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল ছোট মনহরিয়া বিলের মাঝখানে মানুষের কঙ্কালের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অঙ্গের হাড় দেখতে পাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন