নিউজ ডেস্কঃ ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া এক মামলায় ব্লগার আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নূরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বিদেশ যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান,ব্লগার আসাদ নূরের বিরুদ্ধে ২০১৭ সালের ১১ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ইমিগ্রেশন চ্যানেল পার হওয়ার সময় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বরগুনার আমতলী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়ায় ওই মামলায় তবে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।