News71.com
 Bangladesh
 27 Dec 17, 01:33 AM
 1693           
 0
 27 Dec 17, 01:33 AM

সাউথইস্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটির আন্তঃকলেজ বিতর্ক প্রতীযোগীতা

সাউথইস্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটির আন্তঃকলেজ বিতর্ক প্রতীযোগীতা

নিউজ ডেস্কঃ সাউথইস্ট ইউনিভারসিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়াম এ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটি এর উদ্দ্যোগে প্রথমবারের মতো আন্তঃ কলেজ বিতর্ক প্রতীযোগীতা অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর দেশের বিভিন্ন জেলার কলেজ পর্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গত ২৫ ডিসেম্বর চুড়ান্ত ভাবে আনুষ্ঠানিকভাবে আয়োজন সম্পন্ন করা হয়। সংগঠন এর প্রধান উদ্দ্যোক্তা জনাব তানভীর নিয়াজ শাকিল বলেন, মূলত গঠনমূলক আলোচনা ও সচেতন নাগরিক হিসেবে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার জন্য আমাদের এই প্লাটফর্ম। মানসিক গঠনের জন্য লেখাপড়ার পাশাপাশি বিতর্ক অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠান এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এন এম মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থাপক ও বিতার্কিক জনাব আব্দুন-নূর-তুষার। এছাড়াও স্পীকার গেষ্ট ও মোটিভেশনাল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ভয়েস অফ রাইটস - ভোর এর মুখপাত্র মো: রিফাত হাসান। বিতর্ক প্রতীযোগীতার বিজয়ী দল কুর্মিটোলা কলেজ ও রানার্সআপ দল উত্তরা হাই স্কুল ও কলেজ। পুরো আয়োজন প্রত্যক্ষ ভাবে সহযোগীতা করে সাউথইস্ট ইউনিভারসিটি ডিবেট ক্লাব এর সদস্য বৃন্দ।

Comments

Kallol Das

2017-12-27 03:25:02 AM


খুবই প্রশংসনীয় উদ্দোগ ।

Kallol Das

2017-12-27 03:25:02 AM


খুবই প্রশংসনীয় উদ্দোগ ।

নিচের ঘরে আপনার মতামত দিন