নিউজ ডেস্কঃ রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র্যা্ব। আজ শুক্রবার সকাল ৭টায় শুরু হওয়া এ অভিযানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করে র্যাগবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন,রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকার একটি ৬তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে র্যাখব সদস্যরা বাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতের পর র্যাযবের এই অভিযান শুরু হয়। জঙ্গিরা র্যাজবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে ও গুলি চালায়। র্যািবও জঙ্গি আস্তানা লক্ষ্য করে গুলি চালায়। র্যা বের ধারণা,বাড়ির ভেতরে এক বা একাধিক জঙ্গি মারা গেছে। বাড়িটিতে অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। র্যা বের বোম ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। মুফতি মাহমুদ খান আজ শুক্রবার সকাল ৭টার দিকে সেখানে র্যা বের বোমা নিষ্ক্রিয়করণ দল গেছে। অভিযান এখনও চলছে।