News71.com
 Bangladesh
 02 Feb 18, 12:12 PM
 1076           
 0
 02 Feb 18, 12:12 PM

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ল ২৭টি ঝুট গুদাম।।

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ল ২৭টি ঝুট গুদাম।।


নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ২৭টি ঝুটের গুদাম। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা আগুন মধ্যরাতের পর নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। মালামালসহ ২৭টি গুদাম পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে ড্যাম্পিংয়ের কাজ চলছিল। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন