News71.com
 Bangladesh
 27 Feb 18, 06:18 AM
 1044           
 0
 27 Feb 18, 06:18 AM

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ জন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ জন।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বাগেরহাটগামী বলেশ্বর নামে একটি বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গাড়ি দু’টি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও দুই হেলপার ঘটনাস্থলেই মারা যান।এতে আহত হন উভয় গাড়ির অন্তত ১১ জন।আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান এক নারী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন