নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে বালু ভর্তি একটি ট্রাক খাদে পড়ে এর হেলপার নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। আজ সোমবার সকালে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাওয়ালীপাড়া ফাঁড়ির এএসআই নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন,কালামপুরগামী বালু ভর্তি একটি ট্রাক কাওয়ালীপাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।