নিউজ ডেস্কঃ বিশ্বের দ্বিতীয় শীর্ষ যানজটের শহরের উপাধি পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৮ তে এ তথ্য প্রকাশিত হয়েছে।বিশ্বের সবচেয়ে যানজটময় শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা।এরপরেই ঢাকার অবস্থান।২০১৭ সালেও একই অবস্থানে ছিল ঢাকা।বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ ২০৩টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করেছে নামবিও।এতে শীর্ষস্থানে রয়েছে ভারতের কলকাতা।যানজটের জন্য শহরটির স্কোর ৩০২ দশমিক ৯৪। আর ৩০০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তবে ২০১৬ সালে তৃতীয় ও ২০১৫ সালে এ অবস্থান ছিল অষ্টম। এবার ২৯৪ দশমিক ৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।আর চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও মুম্বাই।যানজটপূর্ণ শহর দুটির স্কোর যথাক্রমে ২৮১ দশমিক ৪৩ ও ২৭৫ দশমিক ২২।