নিউজ ডেস্কঃ আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে মোট ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান ও তার ছেলে এম. মঞ্জুরুল কবীর রনির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মেয়র অধ্যাপক এমএ মান্নান ও তার ছেলের পক্ষে মেয়রের সহকারী একান্ত সচিব এসএম ওয়াসিম আজ বৃহস্পতিবার বিকালে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার আইনজীবী অ্যাডভোকেট মো. আলম, সুমন পালোয়ান, মো. মনিরুজ্জামান, আশরাফ হোসেন উপস্থিত ছিলেন। ওয়াসিম জানান,মেয়র পুত্র রনি তিন-চার বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তিনি দলীয় মনোনয়ন পেলে দেশে ফিরে আসবেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়,আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার,স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. সানাউল্যাহ, সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো. ফজলুর রহমান, গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া ও আওয়ামীলীগ পরিচয়ে মো. আফসার উদ্দিন। এছাড়া আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৬৮জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪১জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। উল্লেখ,গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ। তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।