News71.com
 Bangladesh
 22 Apr 18, 12:33 PM
 1098           
 0
 22 Apr 18, 12:33 PM

গাজীপুরে কালবৈশাখীতে স্কুলছাত্রী নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি।।

গাজীপুরে কালবৈশাখীতে স্কুলছাত্রী নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি।।

 


নিউজ ডেস্কঃ গাজীপুরে আজ শনিবার দুপুরে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে সিটি কর্পোরেশনের চান্দনা রওশন সড়ক এলাকায় সফি টেক্সটাইল মিলের ছাদের উপর নির্মিত টিনসেডের চালা উড়ে যায়। ঝড়ে ওই চালাটি কারখানার নিচে জাকিরের বাড়িতে গিয়ে পড়ে। এতে ওই বাড়িতে বেড়াতে আসা এক স্কুলছাত্রী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ওই স্কুলছাত্রীর নাম নাসরিন আক্তার জোসনা (১৭)। সে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো এবং পার্শ্ববর্তী ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া। স্থানীয়রা জানায়,দুপুর আড়াইটার দিকে কালবৈশাখী শুরু হয়। ঝড়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা,জেলা শহর ও আশপাশের এলাকাসহ বিভিন্নস্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়,গাছপালা উপড়ে পড়ে এবং অনেক কাঁচা ও আধাপাকা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বড় দুটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাজবাড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন