নিউজ ডেস্কঃ সাভারে পণ্যবাহী ট্রাক ডাকাতির সময় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুটকৃত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- মো. আব্দুর রউফ, মো. ফারুক হোসেন, আনিসুর রহমান,রায়হান হোসেন ও মো. হেলাল মিয়া। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান,মহাসড়কের চলন্ত গাড়িতে ডাকাতির চেষ্টা করছিল চক্রটি। আজ শুক্রবার ভোরে একটি পণ্যবাহি ট্রাকে ডাকাতির সময় পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এরা ডাকাতি করা গাড়িগুলো নির্দিষ্ট গ্যারেজ এবং ভাঙ্গারি দোকানে বিক্রি করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি ভাঙ্গারি দোকান থেকে দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ট্রাকের যন্ত্রাংশ খুলে বিভিন্ন অংশ আলাদা করা হয়েছে।