News71.com
 Bangladesh
 10 Jun 18, 07:45 AM
 1288           
 0
 10 Jun 18, 07:45 AM

ফরিদপুরে যুবদলের মিছিল পণ্ড।।

ফরিদপুরে যুবদলের মিছিল পণ্ড।।

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। শহরের আইনজীবি সমিতি মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হলে পুলিশী বাধার মুখে পড়ে। এসময় যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশী বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে নেতৃবৃন্দ আদালত চত্বরে সংক্ষিপ্ত সভা করে। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন,শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ,জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ। সভা থেকে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন