নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকটরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মীর রুবেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৮ টার সময় সখীপুর-ঢাকা সড়কের বাঁশতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রুবেল সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার এম. এন. হুদার ছেলে।বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোড়াই হাটোভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল বাঁশতৈল এলাকায় পৌঁছালে একটি ট্রাকটরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মীর রুবেল নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মো. রাজু আহমেদ (২২ ) নামের এক যুবক গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এনামুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে।