News71.com
 Bangladesh
 27 Jul 18, 05:40 AM
 1176           
 0
 27 Jul 18, 05:40 AM

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত।।

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লালন হালদার (৪০) নামে এক চরমপন্থী নিহত হয়েছেন।এসময় আহত হয়েছে দুই কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার হাবাসপুর এলাকায় এ বন্দুকযুদ্ধর ঘটনা ঘটে।লালন পাবনা জেলার সুজানগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জীতেন হালদারের ছেলে।তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে চরমপন্থী লালন ও তার দলের অন্য সদস্যরা পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে গোপন বৈঠক করছিল।খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে চরমপন্থী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।এ সময় লালন গুলিবিদ্ধ হয়।তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় কনস্টেবল সাধন ও শাহজাহান আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন