News71.com
 Bangladesh
 29 Aug 18, 06:36 AM
 1194           
 0
 29 Aug 18, 06:36 AM

নারায়নগন্জ ডিবির ৪ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

নারায়নগন্জ ডিবির ৪ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

 

নিউজ ডেস্কঃনারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ডিবি পুলিশের চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী ও যুবলীগ নেতা জালাল উদ্দিন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে মামলা নিয়ে একজন সহকারী পুলিশ সুপারের মাধ্যমে তদন্ত করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ঘটনাস্থলের পাশেই অবস্থিত চৌরঙ্গী পার্কের মালিক আবদুস সাত্তারকে। অপর চার আসামি হলেন- নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এএসআই আমিনুল হক ও বকুল হোসেন, এসআই মিজানুর রহমান ও সায়েম আহমেদ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আদালতের নির্দেশনার কপি হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলার বাদী জালাল উদ্দিনের আইনজীবী রফিক আহমেদ জানান, তার মক্কেলের ব্যবসা প্রতিষ্ঠানটি উচ্ছেদের জন্য চৌরঙ্গী পার্কের মালিক আবদুস সাত্তার দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন। এর সূত্র ধরেই রোববারের ওই ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন