News71.com
 Bangladesh
 18 Sep 18, 12:54 PM
 1119           
 0
 18 Sep 18, 12:54 PM

গোপালগঞ্জে জলে ডুবে ঠাকুরমা ও নাতির মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জে জলে ডুবে ঠাকুরমা ও নাতির মর্মান্তিক মৃত্যু


নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় পুকুরের জলে ডুবে ঠাকুরমা ও নাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চেচানিয়াকান্দি গ্রামের গোপাল বৈদ্যের স্ত্রী সুভাষীনি বৈদ্য (৫০) ও তার নাতি আনন্দ বৈদের ছেলে চমক বৈদ্য (৪)। এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, দুপুরে চমক বৈদ্যকে নিয়ে ঠাকুরমা শুভাষীনি বৈদ্য বাড়ির পাশের পুকুরে সান্ন করতে যান। এসময় চমক পুকুরে পড়ে ডুবে যায়। নাতিকে উদ্ধার করতে গিয়ে ঠাকুরমাও জলে ঝাঁপ দিলে তিনিও ডুবে যান। পরে এলাকাবাসী প্রথমে ঠাকুরমা ও পরে নাতিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম লস্কার জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন