News71.com
 Bangladesh
 11 Oct 18, 12:12 PM
 1209           
 0
 11 Oct 18, 12:12 PM

ফরিদপুরে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।।নিহত ২  

ফরিদপুরে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।।নিহত ২   

নিউজ ডেস্কঃ ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের কৃষি কলেজের সামনে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বাড়ী ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুড়াগামী মালবোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটিতে থাকা সুজন পাটোয়ারী নামের এক যাত্রী নিহত হয়। আহত হয় চারজন। এদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর রায়কালী হাজী বাদশা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক মৃধা মারা যায়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন