News71.com
 Bangladesh
 08 Dec 18, 02:16 PM
 1024           
 0
 08 Dec 18, 02:16 PM

বিএনপির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর॥

বিএনপির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর॥

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় কিছু মোটরসাইকেল আরোহী এ হামলা চালায়। জানা গেছে, হামলাকারীরা সাত রাউন্ড গুলি ছুড়েছে ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে। তবে কেউ গুলিবিদ্ধ হননি, শাহ মোয়াজ্জেম হোসেনও অক্ষত আছেন। সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হামলা হয়েছে। তবে আমরা বিস্তারিত খতিয়ে দেখছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন