News71.com
 Bangladesh
 24 Apr 19, 03:44 PM
 921           
 0
 24 Apr 19, 03:44 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

নিউজ ডেস্কঃ গাজীপুরে সিটি কর্পোরেশনের ধীরাশ্রম রেলস্টেশনে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ধীরাশ্রম রেল সিগন্যালের দক্ষিণ পাশে ও আজ বুধবার সকাল ১০টার দিকে স্টেশনের আধা কিলোমিটার দূরে এ ঘটনা দুটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত একজনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ধুসর রঙের শার্ট, অন্যজনের পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের ফুলহাতা শার্ট। জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন