News71.com
 Bangladesh
 31 Aug 19, 12:52 PM
 919           
 0
 31 Aug 19, 12:52 PM

মধুপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা॥

মধুপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে (১৩) ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত সবুজ (২২) নামের এক তরুনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করা হয়েছে। অভিযোগে জানাগেছে গতকাল বিকেল ৫টার দিকে মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে কৌশলে ঘরে ঢুকে ঐ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত তরুন সবুজ । সে পাশের গ্রাম রামকৃষ্ণবাড়ীর জনৈক হাসমত আলীর ছেলে। গুবুদিয়া গ্রামের তার নানা বাড়ি । সেই সুবাদেই গুবুদিয়া গ্রামে নানা মৃত কাজিম উদ্দিনের বাড়িতে বসবাস করত সবুজ।


স্থানীয়রা জানান, মাদরাসাপড়ুয়া দরিদ্র শিশুটির রিক্সাচালক বাবা এবং মা অন্যের ঘরের কাজ করে। ফলে মাদরাসা থেকে এসে সারাদিন সে বাড়িতে একা থাকে ছাত্রীটি । গতকাল শুক্রবারও সে বাড়িতে একা ছিল। এই সুযোগে পানি পানের কথা বলে সবুজ বাড়ির ঘরে ঢুকে দরজা মেরে শিশুটির উপর হামলে পড়ে। হাত বেধে মুখে কাপড় গোঁজে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে পাশের বাড়ির এক নারী শিশুটির শব্দ শুনে ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলে, সবুজ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পাশাপাশি সবুজের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়। মধুপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ছানায়ার হোসন জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন