News71.com
 Bangladesh
 01 Nov 19, 08:44 PM
 863           
 0
 01 Nov 19, 08:44 PM

কেরানীগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত আটক ।।

কেরানীগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত আটক ।।

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জের কালিন্দী গেট ব্রিজ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (০১ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম। আটকরা হলেন- মানিক (৩০), শামীম (২৩), রেজাউল করিম (২৬), জুয়েল (২২) ও অপু (২৯)। বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে কেরানীগঞ্জের কালিন্দী গেট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি চাকু, একটি স্টিল পাত বাট, পাঁচটি মোবাইলফোন জব্দ করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন