
নিউজ ডেস্কঃ ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকিরের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ও মাপে কম দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রঘুনন্দনপুর গ্রামে সহায়তা গ্রহণকারীরা জানান, শুরু থেকেই জাকির এক কেজি ও কারো দুই কেজি পর্যন্ত চাল কম দেন। পরে বিষয়টি নিয়ে সেখানে বিক্ষোভ শুরু করে ত্রাণপ্রত্যাশীরা।গোয়ালচামট এলাকায় ইছহাক নামে এক ব্যক্তি জানান, জাকির চাল কম দেওয়ায় আন্দোলন শুরু হলে মেয়র ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৩০০ লোককে ১-২ কেজি করে চাল কম দেন।পরে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কার্যালয় ও ফরিদপুর পৌরসভায় গিয়ে বিক্ষোভ করে। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার তার একজন প্রতিনিধির মাধমে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দিলে তারা বাড়িতে ফিরে যান।ফরিদপুর পৌর সভার মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, বুধবার দিনব্যাপী ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ৫৪টি স্থানে ৬২ মেট্রিকটন চাল ১২৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি পরিমাণ চাল দেওয়া হয়, যা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত।