নিউজ ডেস্কঃ তিন মাসের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাসহ ৩১ কোটি টাকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও আখচাষিরা।বুধবার (৬ মে) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, ফরিদপুর চিনিকলে আখচাষিদের আখের মূল্য বাবদ প্রায় ৪ কোটি, স্থায়ী ও মৌসুমী এবং দৈনিক ভিত্তিতে (ম্যান-ডে) কর্মরতদের বেতন-ভাতা বাবদ প্রায় ৫ কোটি, মজুরি কমিশনের বকেয়া ৪ কোটি, অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি বাবদ প্রায় ১৮ কোটিসহ মোট ৩১ কোটি টাকা পাওনা রয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন- শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. আব্দুল বারিক বিশ্বাস প্রমুখ।বক্তারা জানান, এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৩০ লাখ লোক রয়েছেন। আখচাষি থেকে শুরু করে ব্যবসায়ী, কর্মরত শ্রমিক, কর্মচারী,কর্মকর্তাসহ এ শিল্পের সাথে সংশ্লিষ্টসকলই চরম আর্থিক সমস্যায় পড়েছেন।