News71.com
 Bangladesh
 10 May 20, 10:01 PM
 825           
 0
 10 May 20, 10:01 PM

মাদারীপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক॥  

মাদারীপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক॥   

নিউজ ডেস্কঃ মাদারীপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১০ মে) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (২৭) ও একই এলাকার মৃত মোতালেব মুন্সির ছেলে খোকন মুন্সি (৩০)।মাদারীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রাজিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ওই এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের দুজনকে আটক করা হয়। মূলত সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামের মোছলেম শেখের ছেলে গাউস শেখ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় করে আসছেন।তিনি ২৯ এপ্রিল ১৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতারের পর জেল রয়েছে। তার সহযোগীরা রোববার দুপুরে বিক্রির সময় ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে ডিবি পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের পর জেলা হাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন