News71.com
 Bangladesh
 12 May 20, 07:18 PM
 872           
 0
 12 May 20, 07:18 PM

গা‌ড়ি থে‌কে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা উধাও ॥ পরিবহনে সংশ্লিষ্ট ৪ জন পুলিশ রিমা‌ন্ডে

গা‌ড়ি থে‌কে ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা উধাও ॥ পরিবহনে সংশ্লিষ্ট ৪ জন পুলিশ রিমা‌ন্ডে

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে উধাও হওয়ার ঘটনায় ব্যাংকের ৪ জন‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য রিমা‌ন্ডে পা‌ঠি‌য়ে‌ছেন আদালত। মঙ্গলবার (১২ মে) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল একদিনের জন্য ওই ব্যক্তিদের রিমান্ড মঞ্জুর ক‌রেন। রিমান্ডে নেওয়া ব‌্যক্তিরা হলেন- ন্যাশন্যাল ব্যাংকের দিলকুশা শাখার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ডন (৪৩), গাড়িচালক আব্দুল লতিফ (৫৫) এবং দুই নিরাপত্তাকর্মী শাহ আলম (৫০) ও ইউনুস আলী (৫০)।মঙ্গলবার এ চারজনকে আদালতে হাজির করে টাকা উধাও‌য়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন ওই থানার উপ-পরিদর্শক, তদন্ত কর্মকর্তা শাওন কুমার বিশ্বাস।

অপরদিকে আসা‌মিপ‌ক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযুক্তদের জামিন আবেদন নাকচ করে এক দিনের জন‌্য রিমান্ডে পাঠান।সিএমএম আদাল‌তে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে গত রোববার (১০ মে) রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে উত্তোলন করে মতিঝিল প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় ৮০ লাখ টাকাভর্তি একটি বস্তা খোয়া যায়। টাকা বহন করা গাড়িটি বাবুবাজার এলাকায় পৌঁছালে টাকার বস্তা খোয়া যাওয়ার বিষয়টি টের পান গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন