News71.com
 Bangladesh
 26 May 20, 06:43 PM
 911           
 0
 26 May 20, 06:43 PM

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু॥

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেনা খান নামে একজন গাইনি চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের খানপুর হাসপাতালে আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম বলেন, আমেনা খান করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুপুরে। স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমেনা ভালো একজন ডাক্তার ছিলেন। তার নামে একটি ক্লিনিকও রয়েছে। সেখানে তিনি গাইনি চিকিৎসা করতেন। ঢাকা মেডিক্যালে দুপুরে মারা গেছেন তিনি। তার মরদেহ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন