নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় (কোভিড-১৯) প্রাণঘাতি করোনা ভাইরাসে আরো ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ২০৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো। গতকাল শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। ডা. অনুপ বলেন, রোববার (৭ জুন) উপজেলার বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৩১ জন নমুনা দিয়ে যান। নমুনা সংগ্রহ শেষে ওই দিন বিকেলে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে (আইইডিসিআর) থেকে মোবাইল ম্যাসেজের মাধ্যমে ৯ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। তিনি আরো জানান, নতুন আক্রান্ত ব্যক্তিরাসহ ২০৩ জনের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩২ জন আর মৃত্যু হয়েছে ৪ জনের। নতুন রোগীদের চিকিৎসার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।