নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকায় কাভার্ডভ্যান চাপায় একটি শিল্প কারখানার দুই নৈশ প্রহরী মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে ফতুল্লার বিসিক শিল্প এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।তারা হলেন: নাটোর জেলার কাদিরগাছা এলাকার আশরাফুল ইসলাম (৭০) এবং লালমনিরহাট জেলার কৈমারী দোলাপাড়া এলাকার শ্রী সুরেন চন্দ্র রায়ের ছেলে শ্রী লাল চাঁদ রায় (৩৮)। তারা দুজনেই বিসিক এলাকার লতিফ নিটিং মিলস এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, সকালে বিসিকের ২ নম্বর সড়কে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাড়ি চাপায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন। বলেন, সকালে সুতা ভর্তি একটি কাভার্ডভ্যান পেছনের দিকে মোড় নিয়ে যাওয়ার সময় রাস্তায় শুয়ে থাকা এ দুই জন নৈশ প্রহরীর ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত হওয়া গেছে।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় নিহত আশরাফুল ইসলামের ছেলে আমিনুল হক (৩০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও গাড়িরচালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।