News71.com
 Bangladesh
 28 Aug 20, 11:54 AM
 803           
 0
 28 Aug 20, 11:54 AM

ফরিদপুরের নগরকান্দায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ॥

ফরিদপুরের নগরকান্দায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ॥

নিউজ ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দায় ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামের সৌদি প্রবাসী টিটুল খানের স্ত্রী সুফিয়া বেগমকে (৪২) বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়া হয়। এসময় রোগী অচেতন অবস্থায় ছিল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষ পান করেছে ভেবে রোগীর পেট ওয়াশ করে। পরে রোগীকে ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়। পরে আনুমানিক দুই ঘণ্টা পর রোগী মারা যায়। সুফিয়া বেগমের ছেলে নবম শ্রেণির ছাত্র রবিউল ইসলাম জানায়, তার মা উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। বুধবার (২৬ আগস্ট) রাতে প্রেশার বেড়ে যায়। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিউল ইসলাম আরো বলেন, আমি বারবার বলেছি আমার মা বিষ খায়নি। আমার কথা বিশ্বাস না করে ডাক্তার আমার মাকে ওয়াশ করে মেরে ফেলেছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত সুফিয়া বেগমের দেবর আরোব আলী বলেন, আমার ভাবী কোন বিষ পান করেনি। সে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে অসুস্থ ভাবীকে নিয়ে নগরকান্দা হাসপাতালে যাই। হাসপাতালে ঢুকতে ভাবী পানি পান করতে চায়। আমি পানি নিয়ে ফিরে দেখি আমার ভাবীর মুখে পাইপ দিয়ে পেট ওয়াশ করছে। পরে ভাবীকে ওয়ার্ডে ভর্তি করে। কিছুক্ষণ পর ভাবী মারা যায়।কর্তব্যরত চিকিৎসক পলাশ সাহা বলেন, হাসপাতালে আসার পর রোগীর লোকজন জানায় রোগী বিষ পান করেছে। সে মতে আমি চিকিৎসা করি। পরে রোগীর অবস্থা অবনতি হওয়ার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন