News71.com
 Bangladesh
 06 Sep 20, 10:58 AM
 774           
 0
 06 Sep 20, 10:58 AM

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা॥ স্কুলশিক্ষক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনা॥ স্কুলশিক্ষক নিহত

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশার সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে মালেকা (৪১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা উপজেলার নয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আবু ফারুকের স্ত্রী ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্ধ্যায় কিশোরগঞ্জ শহর থেকে একটি সিএনজি অটোরিকশায় করে করিমগঞ্জে যাচ্ছিলেন মালেকা। অটোরিকশাটি করিমগঞ্জের শিমুলতলা গেলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালেকা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, মালেকার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন