News71.com
 Bangladesh
 10 Nov 20, 11:00 PM
 685           
 0
 10 Nov 20, 11:00 PM

সাভারে বহুতল ভবনে ফাটল॥

সাভারে বহুতল ভবনে ফাটল॥

 

নিউজ ডেস্কঃ সাভারে একটি ছয়তলা ভবনের কিছুটা দেবে গেছে ও ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় ভবনের ভাড়াটিয়াদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ দিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এলাকাবাসী বলছে  সকাল থেকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে ওয়াপদা রোড এলাকার একটি ছয়তলা ভবনটি কিছুটা দেবে যায় ও ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এসময় ভবনের ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সাভার পৌর মেয়র আব্দুল গণি ও মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনটির ভাড়াটিয়াদের মালপত্র নিয়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ভবনটি পাশের একটি ছয়তলা ভবনের উপর হেলে পড়েছে। এ ঘটনায় ভবনটির সামনে দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। ভবনটি ব্যাচেলারদের ভাড়া দেওয়া হতো। বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন  উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ভবনটি কী করা যায়, সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে  ভবনের মালিকের ছেলে রনির সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোনো প্রকার কথা বলতে রাজি হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন