News71.com
 Bangladesh
 18 Nov 20, 11:25 PM
 689           
 0
 18 Nov 20, 11:25 PM

নিকলীতে অস্থায়ী মন্দিরের মূর্তি ভাঙচুর।।গ্রেফতার ৫

নিকলীতে অস্থায়ী মন্দিরের মূর্তি ভাঙচুর।।গ্রেফতার ৫

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে একটি অস্থায়ী মন্দিরে রাখা কালীমূর্তি ভাঙচুরের অভিযোগে এক ইউপি মেম্বারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিকলী উপজেলা সদরের ভবানীপুর গ্রামের একটি মন্দিরে তিনটি মূর্তি ভাঙচুর করা হয়। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃত উত্তম বর্মন,পাপ্পু বর্মন, ইরেন্দ্র বর্মন, তাজুল ইসলাম ও সুরুজ আলীকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গান-বাজনাকে কেন্দ্র করে ভবাণীপুর গ্রামের শ্রীনিবাস বর্মনের সঙ্গে একই এলাকার ওই ৫ অভিযুক্তের কথা-কাটাকাটি হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে শ্রীনিবাসের বাড়িতে হামলা করে এবং বাড়ির একটি অস্থায়ী মন্দিরে রাখা তিনটি কালীমূর্তি ভাঙচুর করে। আগের দিন কালীপূজা শেষ হলেও মূর্তিগুলো ফেলে না দিয়ে অস্থায়ী মন্দিরে রেখে দেওয়া হয়েছিল।  খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শ্রীনিবাস বর্মন বাদী হয়ে বুধবার গ্রেফতারকৃত ৫ জনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন