News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:40 PM
 541           
 0
 21 Dec 20, 11:40 PM

ধামরাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা।।

ধামরাইয়ে ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা।।

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে ছয়টি অবৈধ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জারিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।এসময় ধামরাইয়ের জয়পুরা এলাকার মেসার্স বাংলা ব্রিকসকে ছয় লাখ, কাজলী ব্রিকসকে ছয় লাখ, ইউবিসি ব্রিকসকে ছয় লাখ, নির্মাণ ব্রিকসকে ছয় লাখ, সুপার ব্রিকস-২ কে ছয় লাখ ও এমবিসি ব্রিকস নামের ইটভাটাকে ছয় লাখ টাকা (মোট ৩৬ লাখ টাকা) জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটাগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।
অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন