News71.com
 Bangladesh
 27 Dec 20, 06:22 PM
 628           
 0
 27 Dec 20, 06:22 PM

আশুলিয়ায় নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

আশুলিয়ায় নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি নির্জন জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

পুলিশ জানায়, আশুলিয়ার নিরিবিলি এলাকায় এক নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-এক দিন আগে হত্যার পর মরদেহটি ওই নির্জন জায়গায় ফেলা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন