News71.com
 Bangladesh
 28 Dec 20, 07:25 PM
 630           
 0
 28 Dec 20, 07:25 PM

নারায়ণগঞ্জে ২০ জুয়াড়ি আটক

নারায়ণগঞ্জে ২০ জুয়াড়ি আটক

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন তিন নম্বর মাছঘাটের জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। আটকরা হলেন- মো. রবিউল ইসলাম (৩৭), মো. সেলিম (৪০), মো. সাখাওয়াত হোসেন (৩৩), মো. বাদশা (২৮), মো. কমল (৫৫), মো. ইকবাল হোসেন (৩৭), মো. মোজাম্মেল শিকদার (৪৫), মো. আলী আক্কাস (৭৬), মো. শহীদ রহমান (৫২), মো. রতন (৫২), রতন চন্দ্র বর্মণ (৫৫), প্রদীপ চন্দ্র দাস (৩০), সামসুল হক পাখি (৪৫), মো. আমির (৫৮), মো. দুলাল উদ্দিন (৩৮), মো. মিজানুর রহমান (৪৫), তপন খন্দকার (৬০), পরিতোষ সাহা (৩৭), মো. সেলিম খান (৪৮) ও গৌরাঙ্গ মালাকার (৪৮)। এ সময় তাদের কাছ থেকে নগদ নয় হাজার ৪৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।                                                                 প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় চলে আসছিল মাদক ও জুয়ার আসর। কখনো বাসের ভেতরে আবার কখনো দুই থেকে তিন বাস রেখে মাঝে চলতো এ মাদক ও জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র তিন নম্বর মাছঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক মানুষ নিয়মিত জুয়া খেলায় অংশ নিত এবং প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন