News71.com
 Bangladesh
 30 Dec 20, 10:26 AM
 716           
 0
 30 Dec 20, 10:26 AM

রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩॥

রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩॥

নিউজ ডেস্কঃ রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির রামপুরা থানাধীন ২৪৩/এ, পূর্ব রামপুরা, জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায়। এ সময় প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ইউরেনিয়াম ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। আটকৃতরা হলেন- এবিএম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান(৩৩), মো. মিজানুর রহমান(৫০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস হতে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে তা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামাল ও আসামিদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন