News71.com
 Bangladesh
 02 Jan 21, 11:03 AM
 806           
 0
 02 Jan 21, 11:03 AM

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনা॥ মোটরসাইকেল চালক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনা॥ মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার লোহাদি জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- কাপাসিয়া উপজেলার বাওয়া বানার হাওড়া এলাকার হারিছ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৬)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ উল্লাহ জানান, কাপাসিয়া উপজেলার লোহাদি জলপাইতলা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন