News71.com
 Bangladesh
 21 Jan 21, 01:04 PM
 570           
 0
 21 Jan 21, 01:04 PM

সোনারগাঁয়ে গৃহহীন ১০০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার॥

সোনারগাঁয়ে গৃহহীন ১০০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার॥

নিউজ ডেস্কঃ বয়সের ভাড়ে নুয়ে পড়া আমেনা বেগম জীবনের ঘানি টানছেন অন্যের বাড়িতে আশ্রিত হয়ে। জায়গা জমি নেই, নেই নিজের মাথা গোঁজার ঠাই। জমিসহ পাকা ঘর পেয়ে আনন্দে অঝোরে কেঁদে ফেলেন। এমন অনেক আনন্দাশ্রু দেখা গেল অনেকের চোখে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন তারা।

আমেনা বেগম ইউএনও আতিকুল ইসলামকে কাছে পেয়ে সন্তানের মমতায় জড়িয়ে ধরে বলেন, ‘আমরা তো বাবা গরিব অসহায়। ভাত আনতে পান্তা ফুরায়। আমাগো জমিন অইবো ঘর অইবো এইডা স্বপ্নেও চিন্তা করি নাই। মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পেতে যাওয়া সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের খামারগাঁও গ্রামের আমেনা বেগম এমনভাবেই কথাগুলো বলছিলেন। মুজিববর্ষ উপলক্ষে আমেনা বেগমের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পাচ্ছেন সোনারগাঁ উপজেলার মোট ১০০ পরিবার। মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে আনন্দে অশ্রুসজল ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন