News71.com
 Bangladesh
 17 Feb 21, 07:19 PM
 124           
 0
 17 Feb 21, 07:19 PM

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ॥ নিহত ১, আহত চার জন

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ॥ নিহত ১, আহত চার জন

 

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৪ জন আহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়া আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী ধানের তুষবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ সময় আহত হন অন্তত ৪ জন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন