News71.com
 Bangladesh
 14 Oct 21, 03:37 PM
 424           
 0
 14 Oct 21, 03:37 PM

যমুনায় অভিযানে ৫৬ জনের জেল-জরিমানা॥  

যমুনায় অভিযানে ৫৬ জনের জেল-জরিমানা॥   

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার ও ক্রয় বিক্রয় করার অপরাধে ৫৬ জেলেকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ অক্টোবর) সকালে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। তিনি বলেন, যমুনা নদীতে মা ইলিশ শিকার বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশ শিকারের সঙ্গে জড়িত থাকায় সাতজনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জনকে ১৫ দিন ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৪৯ জনকে মা ইলিশ ক্রয়, বিক্রয় ও পরিবহনের অভিযোগে মোট ৫৩৮০০/-টাকা অর্থদণ্ড করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় । এছাড়া অভিযানের সময় উদ্ধারকৃত প্রায় ৮০ কেজি মাছ স্থানীয় এতিমখানা ও রিকশাচালকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন