News71.com
 Bangladesh
 25 Apr 22, 06:34 PM
 421           
 0
 25 Apr 22, 06:34 PM

অগ্রিম টিকিটের জন্য লাইনে দাঁড়ালে কী করার আছে।।রেলমন্ত্রী

অগ্রিম টিকিটের জন্য লাইনে দাঁড়ালে কী করার আছে।।রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কালকের টিকিটের জন্য যদি আজকে কেউ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার আছে বলেন। আজকের টিকিট নিয়ে তো কারও কোনো অভিযোগ নেই। কারণ আমরা তো সিস্টেম করেছি, অন্য কোনো সুযোগ নেই। তিনি বলেন, আপনি এনআইডি কার্ড দিয়ে টিকিট কাটবেন, আপনার টিকিট দিয়ে তো আমি যেতে পারবো না।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকেট কাটার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। রেলের কর্মকর্তারা কালোবাজারির সঙ্গে জড়িত এমন অভিযোগে মন্ত্রী বলেন, কালোবাজারি কীভাবে করবে, আমি যদি আপনার টিকিটে না যাইতে পারি, তাহলে নিয়ে কি করবো। একজন চার জনের টিকেট নিলে চার জনের আইডি কার্ডই জমা দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন