নিউজ ডেস্কঃ চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার (৬ মে) সকালে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। বর্তমানে নবজাতক শিশু ও মা উভয়েই সুস্থ আছেন।জানা গেছে, ঈদের ছুটি শেষে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনে ঢাকায় ফিরছিলেন অন্তঃসত্ত্বা পারুল আক্তার। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে টাঙ্গাইলে পৌঁছালে প্রসব ব্যথা শুরু হয় তার।
কিন্তু চলন্ত ট্রেনের ভেতরে কীভাবে সন্তান প্রসব করবেন? হঠাই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এ সময় তার শারীরিক অবস্থা দেখে এগিয়ে আসেন পাশের এক সহযাত্রী নারী। তিনি পেশায় নার্স। পরে তার সহায়তায় এগিয়ে আসেন অন্য আসনের আরও কয়েক নারী। শেষ পর্যন্ত ওই নার্সের সহায়তায় চলন্ত ট্রেনেই ফুটফুটে ছেলে জন্ম দেন পারুল আক্তার। জানা গেছে সহযাত্রী ওই নার্সের নাম আলিফা সুলতানা সীমা। তিনি অ্যাপোলো প্লাস নামের একটি হাসপাতালে কর্মরত আছেন। এদিকে, চলন্ত ট্রেনে সন্তান প্রসবের পর ওই ট্রেনে হইচই পড়ে যায়। অনেকেই ওই নবজাতক শিশু ও মাকে এক নজর দেখতে সেই বগিতে যান। সন্তান প্রসবের পর দুজনেই সুস্থ থাকায় সবাই স্বস্তি প্রকাশ করেন।