News71.com
 Bangladesh
 11 May 22, 09:25 PM
 269           
 0
 11 May 22, 09:25 PM

ঢাকায় ৩৪২ প্রাথমিক বিদ্যালয় হবে দৃষ্টিনন্দন।। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকায় ৩৪২ প্রাথমিক বিদ্যালয় হবে দৃষ্টিনন্দন।। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষাকে আনন্দময় এবং বিদ্যালয়কে শিশুর প্রিয় প্রাঙ্গণ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এক হাজার ১৫৯ কোটি ২১ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে; যার নাম দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন প্রকল্প।

এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিশুর মানসিক বিকাশ ঘটানো, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চশিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারাবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস পাবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। বুধবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন