নিউজ ডেস্কঃ ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির যাঁদের বিরুদ্ধে সমিতির ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তাঁদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ঢাকা ওয়াসা কর্মচারী সমিতির টাকা আত্মসাতের বিষয়ে গণমাধ্যমে কথা বলায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ওয়াসা কর্তৃপক্ষ।
সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন শহিদুল ইসলাম ঢাকা ওয়াসার উপ-প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির বর্তমান কমিটির সহসভাপতি। আর শাহাব উদ্দিন সরকার ঢাকা ওয়াসার অঞ্চল–২–এর পাইপলাইন পরিদর্শক (পিএলআই) ও সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। রোববার (৮ মে) ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, শহিদুল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গণমাধ্যমে ঢাকা ওয়াসা সম্পর্কে বিরূপ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তাঁর এই কার্যকলাপের কারণে ঢাকা ওয়াসার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। গণমাধ্যমে তাঁর কথা বলা অফিস শৃঙ্খলা পরিপন্থি ও গুরুতর শাস্তিযোগ্য অপরাধের শামিল বলে বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা অনুযায়ী এটি আওতাভুক্ত অপরাধ। তাই জনস্বার্থে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।