News71.com
 Bangladesh
 19 May 22, 05:52 PM
 912           
 0
 19 May 22, 05:52 PM

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হবে।।জাহিদ ফারুক

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হবে।।জাহিদ ফারুক

নিউজ ডেস্কঃ পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য দেশ নির্মাণে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক৷ তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ বির্নিমাণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবাসযোগ্য দেশ প্রতিষ্ঠায় ডেল্টা প্ল্যান ২১০০ গ্রহণ করেছেন। পানি সম্পদ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর এ মহাপরিকল্পনা বাস্তবায়নে নিরলস কাজ করে চলছে।

বৃহস্পতিবার (১৯ মে)  রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে  বাংলাদেশ ডেলটা প্লান -২১০০ ইমপ্লিমেটেশন প্রসেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড বাস্তবায়ন প্রক্রিয়া এবং পথ এগিয়ে শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’গ্রহণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা বর্তমান প্রজন্মের কাছ এবং আগামী প্রজন্মের জন্য সেরা উপহার। এই মহাপরিকল্পনায় ২০৩০ সালে আমাদের কী অর্জন করতে হবে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বির্নিমাণে করণীয় এবং ২০৫০ সাল পর্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। বর্তমান সরকারের শাসনামলে দেশের পানি সম্পদ উন্নয়ন কার্যক্রম অনেক বেড়েছে এবং একইসঙ্গে কাজের মানও বৃদ্ধি পেয়েছে। পূর্বের যেকোনো সময়ের তুলনায় মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থাসমূহের কার্যক্রমে গতিশীলতার সঞ্চার হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন