News71.com
 Bangladesh
 20 May 22, 07:52 PM
 1061           
 0
 20 May 22, 07:52 PM

দৌলতদিয়ায় ৭ ফেরিঘাটের ৪টিই বিকল।। যানবাহনের দীর্ঘ সিরিয়াল

দৌলতদিয়ায় ৭ ফেরিঘাটের ৪টিই বিকল।। যানবাহনের দীর্ঘ সিরিয়াল

নিউজ ডেস্কঃ পদ্মা নদীর রাজবাড়ী জেলার দৌলতদিয়া পয়েন্টে পানি বাড়ায় ৫ নং ফেরিঘাটের পন্টুনের র‌্যাম্প তলিয়ে গেছে। ফলে বন্ধ হয়ে রয়েছে ঘাটটি দিয়ে ফেরি পারাপার।ঘাট সূত্রে জানা গেছে দৌলতদিয়ায় মোট ৭টি ফেরিঘাট থাকলেও বর্তমানে মাত্র ৩টি সচল রয়েছে। এতে ব্যহত হচ্ছে যানবাহন পারাপার। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার ও গোয়ালন্দ মোড় হতে রাজবাড়ী সড়কে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। সিরিয়ালে আটকা পরা বেশির ভাগই পণ্যবাহী ট্রাক। পাশাপাশি কয়েকশ যাত্রীবাহী বাসও সিরিয়ালে আটকা পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির কারণে  পন্টুনের র‌্যাম্প তলিয়ে যাওয়ায় শুক্রবার (২০ মে) সকা‌ল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা যানবাহনগুলোর চালক, যাত্রী ও সংশ্লিষ্টরা পড়েছেন চরম ভোগান্তিতে। ফেরিঘাটের জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কে নদী পা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে ৫ শতা‌ধিক ছোট বড় যানবাহন। এগু‌লোর ম‌ধ্যে শত শত যাত্রীবাহী বাসও র‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ মে) মধ‌্যরাতে ফে‌রিঘা‌টে আসা বাসগু‌লো দীর্ঘ সময়েও ফে‌রি‌তে উঠতে পা‌রে‌নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন