News71.com
 Bangladesh
 21 May 22, 11:21 AM
 1083           
 0
 21 May 22, 11:21 AM

আম পাড়তে বাধা দেওয়া ব্যক্তিকে পিটিয়ে হত্যা।।স্ত্রী ও ৩ কন্যা আহত 

আম পাড়তে বাধা দেওয়া ব্যক্তিকে পিটিয়ে হত্যা।।স্ত্রী ও ৩ কন্যা আহত 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জয়দেব (৫০) নামে এক ব্যক্তি নিহত ও আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় ঘটে এ ঘটনা। নিহত জয়দেব ভিংরাবো এলাকার মৃত সুধনের ছেলে। আহতরা হলেন তার স্ত্রী মনজু (৪০) ও তিন মেয়ে তৃষ্ণা (২৬), টুম্পা (২৪), সানজিদা (২২)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভিংরাবো এলাকার জয়দেবের পৈত্রিক বাড়ি-ঘর না থাকায় একই এলাকার সুনীল মালাকারের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন জয়দেব। তিনি তার বাড়ি-ঘর ও গাছপালা দেখাশুনাসহ বাড়ির পাশের জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। শুক্রবার বিকেলে বাড়ির আম গাছে উঠে একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সিয়াম ও জুনায়েদ আম পাড়ছিল। জয়দেব তাদের আম পাড়তে নিষেধ করার জেরে বাকবিতন্ডা হয়।

পরে সিয়ামের বাবা মাহাবুবুর রহমান (৪৫), মা রুকি (৩৫) ও চাচাতো ভাই মুরাদ ছুটে এসে জয়দেব ও তার পরিবারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত জয়দেবের ঘটনাস্থলেই মৃত্যু হয়।  এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ জানান, ভিংরাবো এলাকায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে একটি হত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন