News71.com
 Bangladesh
 22 May 22, 12:50 PM
 994           
 0
 22 May 22, 12:50 PM

আদালতে আত্মসমর্পণ করছেন হাজী সেলিম।। দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য

আদালতে আত্মসমর্পণ করছেন হাজী সেলিম।। দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম রোববার (২২ মে) আদালতে আত্মসমর্পণ করতে পারেন। এদিন দুপুর ১২টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে তার আত্মসমর্পণের কথা রয়েছে। হাজীর সেলিমের অন্যতম আইনজীবী শ্রী প্রাণনাথ এ তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুর ১২টার পর আত্মসমর্পণের জন্য হাজী সেলিমের আত্মসমর্পণের কথা রয়েছে। তিনি এলেই আত্মসমর্পণের জন্য আদালতে আবেদন করা হবে।

গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। রায়ে তিন বছরের দণ্ড থেকে খালাস পান হাজী সেলিম। দুই বিচারপতির স্বাক্ষরের পর ৬৮ পৃষ্ঠার রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন