নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জন মানুষকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনাম মেডিক্যাল কলেজ, গণস্বাস্থ্য কেন্দ্র ও ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। রোববার (২২ মে) দিনগত রাতে সাড়ে ১২টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। এর আগে, সন্ধ্যায় আশুলিয়ার চিত্রশাইল এলাকায় শাপলা বিল্ডিংয়ের মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার দিঘলীয়া গ্রামের মো. মসিউর রহমানের ছেলে মো. রাতুল শেখ (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল হকের ছেলে রজব আলী (২২), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার খইচালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে পিকআপ ভ্যান চালক আইয়ুব আলী (২১) ও তার সহযোগী ইয়াসিন (১৮), সারোয়ারের ছেলে গাড়ীর হেলপার হানিফ (১৮)। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঁঠালতলা এলাকার মতিন প্রধান ও তার ৪ ছেলে খলিল প্রধান, অলীল প্রধান, মহসিন প্রধান, ওয়াসিম প্রধান, মোশারফ প্রধান, মোশারফ প্রধানের ছেলে আনাস প্রধান, সোহাগ, আল-আমিন, রিফাত, রাব্বী, নাইমুর রহমান রাব্বীসহ অজ্ঞাত আরো ১৫-২০ জন।